Client Hunting

আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান?

মার্কেটপ্লেস ছাড়াই খুঁজে বের করুন আপনার প্রথম ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট।

  শুরু হোক নতুন সুযোগের দিগন্ত 

Client Hunting and Client Outreach

মার্কেটপ্লেস ছাড়াই ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পাওয়ার সিক্রেট স্ট্র্যাটেজি
আমি শেয়ার করবো ক্লায়েন্ট হান্টিং কোর্সে

ফ্রিল্যান্সিং শুরু করার সময় অনেকেই শুনে থাকেন, “Fiverr বা Upwork-এ গিয়ে কাজ খুঁজো।” যদিও এটি একটি প্রচলিত উপায়, বাস্তবতা হলো, নতুন ফ্রিল্যান্সারদের জন্য এই প্ল্যাটফর্মগুলোতে প্রথম ক্লায়েন্ট পাওয়া বেশ চ্যালেঞ্জিং।

আপনার প্রোফাইল হাজারো প্রতিযোগীর মাঝে হারিয়ে যেতে পারে। যেহেতু অনেক অভিজ্ঞ ফ্রিল্যান্সারও একই প্ল্যাটফর্মে কাজ খুঁজছেন, নতুনদের জন্য প্রজেক্ট জেতা প্রায়শই দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। প্রতিটি প্রজেক্টে বিড করতে হয়, প্রোফাইল আকর্ষণীয় করতে হয়, এবং প্রমাণ করতে হয় যে আপনি দক্ষ। এই প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেকে তুলে ধরতে গিয়ে অনেকেই হতাশ হয়ে পড়েন।

চলুন একটু খুঁজে বের করার চেষ্টা করি নিচের সমস্যাগুলোর কোনো একটি বা একাধিক সমস্যা আপনার সাথে মিলে কিনা ?

মার্কেটপ্লেস থেকে ক্লায়েন্ট পাওয়ার জন্য সংগ্রাম করছেন?

বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে আপনার মতো আরো হাজারো ফ্রিল্যান্সার বা সার্ভিস প্রোভাইডারের প্রোফাইল রয়েছে। আপনাকে সেখানে তাদের সাথে জব পোস্টগুলোতে প্রতিযোগিতা করতে হয়। হাজারো প্রোফাইলের ভিড়ে আপনার প্রোফাইলটি যদি ক্লায়েন্টের চোখে না পড়ে, তাহলে সেখান থেকে কাজ পাওয়া কঠিন হয়ে পড়ে। তবে আপনি যদি আউট অব মার্কেটপ্লেসে ক্লায়েন্টকে ভালোভাবে পিচ করতে পারেন তাহলে ব্যাপারটা আপনার জন্য অনেক সহজ হয়ে যায় ।

ক্লায়েন্ট পেতে বারবার রিজেক্ট হচ্ছেন?

বারবার রিজেকশন হওয়া হতাশাজনক। তবে এর পেছনে লুকিয়ে থাকতে পারে আপনার প্রাইসিং মডেল, প্রোফাইল অপটিমাইজেশন, বা প্রজেক্ট পিচিংয়ের ভুল কৌশল। আমরা এই চ্যালেঞ্জগুলো কীভাবে কাটিয়ে উঠতে হয় এবং ক্লায়েন্টদের সাথে কিভাবে একটি ট্রাস্টেড সম্পর্ক তৈরি করতে হয়, তা শেখাব।

আয়ের উপর মার্কেটপ্লেস অতিরিক্ত ফি কাটছে?

মার্কেটপ্লেসের প্ল্যাটফর্মগুলো প্রায়ই আয়ের একটি বড় অংশ ফি হিসেবে কেটে নেয়। এটি অনেক ফ্রিল্যান্সারের জন্য হতাশার কারণ। আমরা যেহেতু শিখব কীভাবে মার্কেটপ্লেসের বাইরের ক্লায়েন্ট খুঁজে পাওয়া যায়, তাই এ ফি এড়ানো এখন সম্ভব হবে।

আপনার আউটরিচ ইমেইল কোনো রেসপন্স পাচ্ছে না?

আউটরিচ ইমেইলগুলোর কোনো জবাব না পাওয়া মানে সেখানে কিছু ঘাটতি আছে। এটা হতে পারে আপনার মেসেজের ভুল টোন, অসম্পূর্ণ মেসেজ, বা ভুল টার্গেটিং। আপনি এ কোর্সে শিখবেন কীভাবে সঠিকভাবে ইমেইল কপি লিখতে হয় যা ক্লায়েন্টদের দৃষ্টি আকর্ষণ করবে এবং রিপ্লাই পাওয়ার সম্ভাবনা বাড়াবে।

আপনার স্কিল আছে, কিন্তু ক্লায়েন্ট নেই?

ক্লায়েন্ট না থাকার মানে এই নয় যে আপনার স্কিল কম। এটা হতে পারে সঠিক মার্কেটিং ও নেটওয়ার্কিং কৌশলের অভাব। আপনার প্রতিভা বা দক্ষতা থাকা সত্ত্বেও যদি কাজ না পান, তবে এর কারণ হতে পারে আপনার আউটরিচ স্ট্র্যাটেজি বা প্রোফাইল অপটিমাইজেশনের ঘাটতি। আমরা দেখাব কীভাবে সঠিক পদ্ধতিতে ক্লায়েন্টদের কাছে পৌঁছাতে হয় এবং তাদের প্রয়োজন বুঝে অফার করতে হয়।

উপরের কোনো এক বা একাধিক সমস্যা হয়তো আপনি ফেস করেছেন।
তবে আপনার জন্য রয়েছে আরও সহজ ও কার্যকর সমাধান!

কোল্ড ইমেইল আউটরিচ করুন:

কোল্ড ইমেইল কিন্তু এখন পর্যন্ত একটি অন্যতম কার্যকরী পদ্ধতি।কোল্ড ইমেইল আউটরিচের জন্য প্রথমে আপনার টার্গেট ক্লায়েন্ট নির্ধারণ করুন। ধরে নিচ্ছি আপনি একজন ওয়েব ডিজাইনার। তাহলে এমন স্টার্টআপগুলোকে টার্গেট করুন যাদের প্রফেশনাল ওয়েবসাইট নেই।এরপর তাদের একটি একটি কাস্টমাইজড ইমেইল লিখুন। ইমেইলের সাবজেক্ট অবশ্যই আকর্ষণীয় রাখবেন ।যেমন-"Let's Transform Your Website into a Lead-Generating Machine!" ইমেইলের মধ্যে তাদের সমস্যার সমাধানের পথগুলো দেখিয়ে দিন এবং আপনার কাজের একটি স্যাম্পল সেখানে যোগ করুন। আর অবশ্যই তাদের ফলো-আপ করুন। আপনি যদি সঠিক মানুষকে টার্গেট করে সুন্দরভাবে ইমেইলে আউটরিচ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি আপনার সম্ভাব্য ক্লায়েন্ট পেয়ে যেতে পারেন।

আপনার স্কিল এবং পোর্টফোলিওর উপর ফোকাস করুন:

মার্কেটপ্লেস ছাড়াই কাজ পেতে হলে, প্রথমেই নিজের স্কিলকে পরিপূর্ণভাবে প্রস্তুত করুন। ধরে নিচ্ছি আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার বা ভিডিও এডিটর। তাহলে আপনার পোর্টফোলিও এমনভাবে সাজাতে হবে যাতে সেখানে আপনার দক্ষতার গভীরতা দেখা যায়।যদি আপনি কনটেন্ট রাইটার হন, তাহলে আপনার লিখিত কনটেন্টের স্যাম্পল তৈরি করুন যা ক্লায়েন্টদের আকৃষ্ট করবে।

সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট খুঁজুন:

Facebook এবং Instagram যে শুধু বন্ধুদের সাথে চ্যাটিং আর নিজের ছবি আপলোড এর স্থান এমনটা না, বরং এখান থেকেই আপনি আপনার সম্ভাব্য ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন। এজন্য আপনার ইন্ডাস্ট্রি-স্পেসিফিক গ্রুপগুলোতে জয়েন হোন।নিজের কাজের উদাহরণ শেয়ার করুন এবং সম্ভাব্য ক্লায়েন্টদের সমস্যার সমাধান দিন। Instagram-এ আপনার কাজের ছবি এবং সফল প্রজেক্টগুলো শেয়ার করুন।এভাবেই আপনি পেয়ে যেতে পারেন আপনার সম্ভাব্য ক্লায়েন্ট।

নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করুন:

একজন ফ্রিল্যান্সার বা সার্ভিস প্রোভাইডার হিসেবে আপনি যত দ্রুত নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করতে পারবেন, তত দ্রুতই আপনি অনলাইন জগতে অন্যদের থেকে আলাদা হয়ে উঠবেন। একটি বব্র্যান্ডের পরিচিতি আপনাকে দীর্ঘমেয়াদে বিশ্বাসযোগ্যতা, ক্লায়েন্ট আকর্ষণ, এবং হাই প্রাইসে কাজ পাওয়ার সুযোগ করে দেবে।যদি আপনি নিজেকে একটি নির্দিষ্ট নীশে একজন এক্সপার্ট হিসেবে তুলে ধরতে পারেন, তাহলে ক্লায়েন্টই আপনাকে খুঁজে নেবে।

LinkedIn ব্যবহার করুন:

LinkedIn এখন একটি পাওয়ারফুল প্ল্যাটফর্ম যেখানে আপনি সরাসরি ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে প্রথমত আপনার প্রোফাইলে সকল তথ্য দিয়ে ১০০% সম্পূর্ণ করুন এবং অবশ্যই এটিকে একটি প্রফেশনাল লুকে সাজাতে হবে। নিজের সার্ভিস এবং দক্ষতা নিয়ে একটি পরিষ্কার ও আকর্ষণীয় Bio লিখুন।উদাহরণসরূপ ধরে নেই আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার।তাহলে আপনি লিখতে পারেন "Freelance Graphic Designer | Helping Brands Create Stunning Visuals" এরপর কাস্টমাইজড কভার লেটারসহ ক্লায়েন্টদের কাছে কানেকশন রিকোয়েস্ট পাঠান এবং নিয়মিত প্রাসঙ্গিক কনটেন্ট পোস্ট করুন যাতে আপনার প্রোফাইল অন্যদের নজরে আসে।

এটাতো সবেমাত্র শুরু। আমাদের কোর্সে আমরা দেখিয়েছি ক্লায়েন্ট হান্ট বা কাজ খুঁজে পাওয়ার জন্য মোট  ২১ টি প্লাটফর্মে ৩৫টি ভিন্ন ভিন্ন মেথড

এবং এইসব সিক্রেট প্লাটফর্ম এবং প্র্যাকটিক্যাল মেথড গুলোর যদি কয়েকটাও আপনি বুঝে এপ্লাই করতে পারেন আপনি কাজ পাবেনই পাবেন।

ক্লায়েন্ট খুঁজে পাওয়ার সিক্রেট
যা আমাকে ফিন্যান্সিয়াল ফ্রিডম এনে দিয়েছে

Hello,

আমি মোঃ তৌফিকুল আলম তনয়, (Toufiq Tonoy)

Co-Founder, SEO and Business Analyist of Beetech Solution,  Communications and Marketing Manager of Tangelic (Greenenergy for NGO) & Strategic Communications Manager of Resolve36 

ফ্রিল্যান্সিং শুরু করার সময়, আমারও ধারণা ছিল যে কাজ খুঁজতে হলে Fiverr, Upwork বা Freelancer-এর মতো প্ল্যাটফর্মেই যেতে হবে। হাজারো প্রতিযোগীর মাঝে নিজেকে প্রমাণ করার এই লড়াই প্রথমদিকে বেশ কঠিন লেগেছিল। প্রজেক্ট জেতার জন্য প্রচুর বিড করতাম, কিন্তু কাজ পাওয়া যেন সোনার হরিণ হয়ে উঠেছিল।তবে এই চ্যালেঞ্জ থেকেই আমি উপলব্ধি করলাম, শুধু মার্কেটপ্লেসের উপর নির্ভর করলে সফল হওয়া কঠিন। তাই আমি নিজেকে প্রশ্ন করলাম—“আরও কি কোনো সহজ, কার্যকর এবং প্রতিযোগিতামুক্ত পদ্ধতি আছে?”

এভাবেই আমার যাত্রা শুরু হলো ক্লায়েন্ট হান্টিং স্কিল শেখার।আমি রিসার্চ করলাম, বিভিন্ন পদ্ধতি পরীক্ষা করলাম এবং এমন কিছু প্ল্যাটফর্ম ও কৌশল আবিষ্কার করলাম যেগুলোতে প্রতিযোগিতা অনেক কম। এখানে আমি সরাসরি ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করতে পারি এবং নিজের সার্ভিসের প্রাইসিং আরও ভালোভাবে নির্ধারণ করতে পারিক্লায়েন্ট হান্টিং জার্নিতে  আমি আপনাকে শেখাব আমার বাস্তব অভিজ্ঞতায় প্রমাণিত টিপস, যা আপনাকে আপনার স্কিল অনুযায়ী ক্লায়েন্ট পেতে সাহায্য করবে।”

আমাদের এই কোর্সটি এমনভাবে তৈরি করা হয়েছে, যা আপনাকে মার্কেটপ্লেসের বাইরে কাজ খুঁজে পেতে এবং ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে সরাসরি কাজ করার দক্ষতা অর্জন করতে সাহায্য করবে। এখানে আপনি শিখবেন কীভাবে ক্লায়েন্টের সামনে নিজেকে তুলে ধরবেন এবং গ্লোবাল মার্কেট থেকে কাজ পাবেন, যা আপনার আয় ও ক্যারিয়ারকে নিয়ে যাবে নেক্সট লেভেলে।

ক্লায়েন্ট হান্টিং নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর জেনে নিন মেন্টর থেকে

আমাদের ক্লায়েন্ট হান্টিং কোর্স অন্যদের থেকে আলাদা

আমাদের এই কোর্সটি হবে আপনার ইনভেস্টমেন্টের সেরা রিটার্ন।কারণ একটি কৌশল শিখেই পেতে পারেন প্রথম ক্লায়েন্ট।

           “শিখুন আমার বাস্তব অভিজ্ঞতায় প্রমাণিত টিপস, যা আপনাকে সফলতার পথে নিয়ে যাবে।”

অভিজ্ঞ ইন্সট্রাক্টর:

আমাদের কোর্সের ইন্সট্রাক্টর ইন্ডাস্ট্রিতে বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং নিজে একজন সফল ফ্রিল্যান্সার।

স্ট্র্যাটেজি-বেইজড অ্যাপ্রোচ:

আমাদের কোর্সটি কেবল সাধারণ থিওরি না, বরং প্রুভেন স্ট্র্যাটেজি নিয়ে সাজানো, যা সরাসরি আপনাকে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট খুঁজে পেতে সাহায্য করবে।

ডিপ রিসার্চ:

প্রতিটি মডিউল ডিজাইন করার আগে ইন্ডাস্ট্রি রিসার্চ করা হয়েছে, যা ফ্রিল্যান্সিং এবং আউট অব মার্কেটপ্লেস কাজের জন্য সময়োপযোগী।

কাস্টম টেমপ্লেট ও টুলস:

আমাদের কোর্সে আপনি পাচ্ছেন কোল্ড ইমেইল, মেসেজ এবং কভার লেটার লেখার জন্য AI প্রম্পট এবং টেমপ্লেট।

হাতে-কলমে গাইডলাইন:

আপনি জানতে পারবেন আমি কিভাবে মার্কেটপ্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট হান্ট করি তার বাস্তব উদাহরণ।

কেস স্টাডি:

যেহেতু আপনি কোর্সে জয়েন হচ্ছেন ,তাই আপনি যুক্ত হতে পারছেন একটি স্পেশাল কমিউনিটির সাথে।যেখানে আপনি পাবেন আমার এবং অন্যান্য সফল স্টুডেন্ট যারা তাদের ক্লায়েন্ট খুঁজে পেয়েছে তাদের কেস স্টাডি বা স্ট্র্যাটেজি ।

অতিরিক্ত ফি কে বলুন bye bye:

সাধারণ মার্কেটপ্লেসের কাজের তুলনায় আউট অব মার্কেটপ্লেস কাজের জন্য বেশি পেমেন্ট পাওয়া যায়। আমরা আপনাদের শিখাবো কিভাবে সরাসরি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সঙ্গে কাজ করতে হয়, যাতে কোনো তৃতীয় পক্ষের ফি ছাড়াই কাজ করতে পারেন।

কমিউনিটি বিল্ডিং:

স্টুডেন্টরা একটি শক্তিশালী নেটওয়ার্কের অংশ হতে পারে, যেখানে তারা পারস্পরিক তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারে।

ওয়ার্কফ্লো:

আপনার কাজের পদ্ধতি কীভাবে সহজ ও প্রোডাক্টিভ করবেন তা নিয়ে বিস্তারিত জানবেন এই কোর্সে।

We are looking for Client:

কোর্সের উদ্দেশ্য শুধু শেখানো নয়, বরং নিশ্চিত করা যে ছাত্ররা কোর্স শেষ করার পর অন্তত একজন ক্লায়েন্ট পাবে।

Proven Methods:

যে টিপস , ট্রিকস এবং কৌশলগুলো আপনি শিখবেন,সেগুলো বাস্তবে প্রমাণিত এবং প্রচুর ফ্রিল্যান্সার ইতোমধ্যেই এ সকল কৌশল সফলভাবে কাজে লাগিয়েছেন।

বেস্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট:

আমরা বিশ্বাস করি আপনার যদি স্কিল থাকে এবং আপনি যদি আমাদের গাইডলাইন সঠিকভাবে ফলো করেন তাহলে আপনি কোর্সের পেছনে যা ইনভেস্ট করছেন তার চেয়ে শতগুণে বেশি রিটার্ন পাবেন।

শুধু উপর থেকে সব আছে বলে গেলেই হবেনা!

 কোর্স করবার আগে প্রশ্ন করুন কারিকুলাম নিয়ে

একটি কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয়ই হলো তার কারিকুলাম, তবে এটা সত্য অনেকেই তাদের কোর্সে শিক্ষার্থীদের ভর্তি করাবার আগে না দিয়ে থাকে প্রপার কারিকুলাম, না দিয়ে থাকি প্রপার টপিক বেইজড আউটলাইন, না দিয়ে থাকে টপিক লিস্ট। তবে তারা আশ্বাস দিয়ে থাকে সবকিছু একদম বেসিক টু এডভান্স শিখাবে, যেটি আমি বা কেউ ই চাইলেও কখনো এক কোর্সে পারবোনা। একজন শিক্ষার্থী হিসেবে এটি আপনার অধিকার আপনি যেই কোর্সের জন্য পেমেন্ট করছেন, তার কারিকুলাম এবং টাইমলাইন জেনে নেয়া। 

● Mastering Client Understanding & Ice-Breaking
● Building Communication Skills & Strengthening Online Authority
● Analyzing Clients – Business Journey & Crafting Client Personas
● Creating & Managing Client Profiles
● Preparation for Success – Setting Yourself Up for Client Engagement

● Leverage Fiverr to Finding Clients & Gathering Insights
● Utilizing Meta Ad Library for Client Discovery
● Streamlining Outreach with Effective Tools
● Harnessing Trustpilot for Identifying Relevant Potential Clients
● Exploring Yellow Pages – Identifying & Reaching Relevant Clients
● Outreach with Effective Tools on Social Media
● Google Maps – Scraping Valuable Data Instantly
● Mastering Google for Agency Discovery and Scraping Potential Client Data
● Harnessing Hashtags for Client Acquisition
● Finding Clients through LinkedIn & Facebook Pages
● Find Agencies as Long-Term Clients
● Alibaba Seller is Your Potential Client
● Find Clients from Amazon
● Gmail Outreach – Creating Impact with Professional Signatures and Photos
● Ebay for Unique Clients
● YouTube Could be a Client Mine
● Channel Crawler Uncover Hidden Gems
● Playboard Insights Win Over High-Value Clients
● Crunchbase Secrets – Secure Your Next Big Client
● MyIP Mastery– Uncover Hidden Opportunities and Land Key Clients
● Overall Client Hunting– Win Over Clients

● LinkedIn Power Moves– Unlock Secrets to Find and Secure High-Value Job
Offers
● PowerToFly – Elevate Your Job Search with Diverse Opportunities
● Indeed– Discover Job Opportunities and Boost Your Career
● AI-Powered Cover Letters– Craft Unique, Stand-Out Applications in
Minutes
● Other Job Platforms– Diverse Job Platforms for Unique Opportunities

● Outreach Hacks– Proven Hacks to Expand Your Reach
● Payment Solutions– Choose the Right Tools for Seamless Transactions
● Quotation & Invoice Solutions– Simplify Your Billing Process with Custom
Templates
● Professional Tips and Closing

পূর্ববর্তী ওয়ার্কশপের ভিডিও

Advance 3D Camera Effects & Industry Experts Style Recreation

30

October

Join the workshop before its too late

Workshop Time: Online 09 : 00 PM

আর সাপোর্ট?

কোর্সের মেইন রেকর্ড ক্লাসের পাশাপাশি থাকছে মান্থলি লাইভ সেশন। যেখানে আপনি সরাসরি যুক্ত হতে পারবেন আপনার মেন্টর মোঃ তৌফিকুল আলম তনয় ভাইয়ার সাথে, যিনি একজন ফ্রিল্যান্সার হিসেবে আত্মবিশ্বাসের সাথে কাজ করছেন দীর্ঘ দিন যাবৎ

এর পাশাপাশি আপনাদের সমস্যা নিয়ে সকল কমিউনিটি পোস্ট, কমেন্ট এবং ফিডব্যাকগুলোকে রিপ্লাই করবেন যাতে করে কেউ কখনো পিছিয়ে না থাকে।

 কেন আপনার মার্কেটপ্লেস ছাড়া ক্লায়েন্ট খোঁজা উচিত?

এখন সময় আপনার!

ফ্রিল্যান্সিং বলতে আমরা প্রায়ই বুঝি Fiverr, Upwork, বা Freelancer-এর মতো মার্কেটপ্লেসে গিয়ে কাজ খোঁজা।
যদিও এগুলো কাজের জন্য জনপ্রিয় মাধ্যম, কিন্তু এগুলোর সীমাবদ্ধতাও কম নয়। নতুন ফ্রিল্যান্সারদের জন্য প্রতিযোগিতামূলক এই প্ল্যাটফর্মে প্রথম কাজ পাওয়া যেন একটি পাহাড় ডিঙানোর মতো কঠিন।

তবে বাস্তবতা হলো, আপনার কাজ খোঁজার জন্য শুধুমাত্র মার্কেটপ্লেসেই নির্ভর করতে হবে না।
মার্কেটপ্লেসের বাইরেও বিশাল সুযোগের দুনিয়া রয়েছে, যেখানে প্রতিযোগিতা কম এবং আপনার আয় বাড়ানোর সম্ভাবনা অনেক বেশি।

মার্কেটপ্লেসের সীমাবদ্ধতা:

⚔️ High Competition:
মার্কেটপ্লেসগুলোতে লক্ষাধিক ফ্রিল্যান্সার প্রতিদিন বিড করছেন। নতুনদের জন্য নিজেদের প্রোফাইলকে চোখে পড়ার মতো করে তুলতে সময়, প্রচেষ্টা, এবং হতাশা সহ্য করতে হয়।

💸 Commission Fees:
মার্কেটপ্লেসগুলো প্রায়শই কাজের জন্য ১৫-২০% কমিশন কেটে নেয়। এটি আপনার আয়কে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়।

🎮 Lack of Control:
মার্কেটপ্লেসে কাজের শর্ত এবং মূল্যের ক্ষেত্রে আপনার নিয়ন্ত্রণ সীমিত। অনেক সময় কম মূল্যেই কাজ করতে বাধ্য হতে হয়।

⚠️ Risk of Account Suspension:
যে কোনো কারণেই আপনার প্রোফাইল ব্লক হতে পারে, যা আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে বিপর্যস্ত করতে পারে।

মার্কেটপ্লেস ছাড়া ক্লায়েন্ট খোঁজার সুবিধা:

📉 Lower Competition:
মার্কেটপ্লেসের বাইরে সরাসরি ক্লায়েন্টদের সাথে কাজ করলে হাজারো ফ্রিল্যান্সারের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে না।

💰 Higher Earnings:
মার্কেটপ্লেসের কমিশন এড়িয়ে আপনি সরাসরি আয়ের পূর্ণ সুবিধা নিতে পারবেন।

❤️ Building Personal Relationships:
সরাসরি কাজের মাধ্যমে ক্লায়েন্টের সাথে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা সম্ভব। এটি ভবিষ্যতে আরও কাজ পাওয়ার সুযোগ তৈরি করে।

🌍 Freedom:
আপনি নিজেই কাজের শর্ত এবং দাম নির্ধারণ করতে পারবেন। এতে চাপ কমবে এবং কাজের মান উন্নত হবে।

🔮 নতুন প্ল্যাটফর্মের সম্ভাবনা:

মার্কেটপ্লেসের বাইরে বিভিন্ন প্ল্যাটফর্মে সরাসরি ক্লায়েন্ট খোঁজা সম্ভব। সঠিক কৌশল ব্যবহার করলে আপনি আপনার দক্ষতা কাজে লাগিয়ে আরও বেশি কাজ এবং আয় করতে পারবেন।

কোর্স ভেল্যু - ১৫০০০৳+

২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে 

কোর্স মূল্য মাত্র : ৳২২৫০( ৳৩০০০)

🤔 কোর্সটিতে জয়েন হওয়া নিয়ে এখনো চিন্তা করছেন?

আমাদের কোর্সে দেখানো অনেকগুলো মডিউলের মধ্যে জাস্ট একটি মডিউলের টিপস সঠিকভাবে প্রয়োগ করলেই আপনি পেয়ে যেতে পারেন আপনার প্রথম ক্লায়েন্ট!

সাথে সার্টিফিকেট তো থাকছেই

আপনার জন্য অপেক্ষা করছে

সুন্দর একটি সার্টিফিকেট

সার্টিফিকেটের প্রয়োজনীয়তা যারা চাকরি পেতে বা করতে ইচ্ছুক তারা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারে। আর যদি আপনি কোর্স শেষে আপনার মেন্টরের সিগনেচার সহ একটি সার্টিফিকেট নিয়ে কোনো জবে এপ্লাই করেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাকিদের থেকে দেয়া হবে বেশি প্রায়োরিটি। তবে দিনশেষে স্কিলের মুল্য সারটিফিকেট থেকেও বেশি। 

Frequently Asked Questions…

আপনি শিখবেন কিভাবে মার্কেটপ্লেস ছাড়া সরাসরি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট খুঁজবেন এবং তাদের সঙ্গে কাজ করবেন। কোর্সে থাকছে কোল্ড ইমেইল, LinkedIn অপটিমাইজেশন, প্রোফাইল তৈরি, এবং আরও অনেক কার্যকর স্ট্র্যাটেজি।

ক্লায়েন্ট হান্টিং শিখতে আপনার প্রথমত এমন একটি স্কিল থাকা প্রয়োজন যা দিয়ে আপনি ক্লায়েন্ট কে সার্ভিস দিতে পারেন। আপনার কোনো স্কিল না থাকলে আপনি ক্লায়েন্ট পেলেও সার্ভিস দিতে পারবেন না।

একদমই না! এটি নতুন এবং অভিজ্ঞ উভয়ের জন্য ডিজাইন করা হয়েছে। যারা কোনো একটি স্কিল শিখে প্রথমবার ফ্রিল্যান্সিং শুরু করতে চান, তাদের জন্যও এটি উপযোগী। আর হ্যাঁ, ফ্রিল্যান্সিং বলতে শুধু মার্কেটপ্লেসে কাজ করাকেই বুঝবেন না কিন্তু। যারা কোনো একটি স্কিল দিয়ে আউট অব মার্কেটপ্লেসে কাজ করছে তারাও কিন্তু ফ্রিল্যান্সিংই করছে।

এটি আপনার দক্ষতা এবং কাজের প্রতি ডেডিকেশনের উপর নির্ভর করে। তবে আমাদের অভিজ্ঞতা বলে , আপনি সঠিকভাবে আগাতে পারলে ১-৩ মাসের মধ্যে আপনার প্রথম ক্লায়েন্ট পেয়ে যেতে পারেন।

অবশ্যই! এই কোর্সের স্ট্র্যাটেজি এবং কৌশলগুলো প্রমাণিত। এসব স্ট্র্যাটেজি প্রয়োগ করে অনেক সফল ফ্রিল্যান্সার  ইতিমধ্যেই সফলভাবে মার্কেটপ্লেসের বাইরে ক্লায়েন্ট খুঁজে পেয়েছেন।

এটি একটি অনলাইন প্রি-রেকর্ডেড কোর্স। আপনি আমাদের লার্নিং প্ল্যাটফর্ম থেকে যেকোনো সময় অ্যাক্সেস করতে পারবেন।

হ্যাঁ! কোর্সের সাথে আপনি আমাদের প্রাইভেট কমিউনিটি গ্রুপে জয়েন করার সুযোগ পাবেন, যেখানে আপনি আপনার প্রশ্ন করতে পারবেন।

না,কোর্স কেনার  রিফান্ড পাওয়া পসিবল না।

সিট সংখ্যা শেষ হওয়ার আগে এনরোল করুন

Billing details

Your order

Product Subtotal
Client Hunting and Client Outreach  × 1 2,250.00৳ 
Subtotal 2,250.00৳ 
Total 2,250.00৳ 
  • Pay securely by Credit/Debit card, Internet banking or Mobile banking through SSLCommerz.

Your personal data will be used to process your order, support your experience throughout this website, and for other purposes described in our privacy policy.