বাংলাদেশের যুব সমাজের বেকারত্বকে দূর করতে এবং নতুন এক শিক্ষা ব্যবস্থা উপহার দিতে মেক্সমি এর যাত্রা শুরু । বর্তমান যুগে যেখানে পাঠ্যপুস্তক এর জ্ঞান এবং সার্টিফিকেট এর থেকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে স্কিলকে , সেখানে আমরা অন্য দেশ থেকে বহুগুনে পিছিয়ে। এবং এর অন্যতম কারণ সঠিক গাইডলাইন এবং রিসোর্স এর অভাব । তাই দেশসেরা প্রশিক্ষক, কোর্সেস এবং ক্যারিয়ার গাইডলাইন নিয়ে আমরা এসেছি তোমাদের জন্য ।

আমাদের সপ্ন বাংলাদেশে একটি নতুন শিক্ষা ব্যবস্থা তৈরি করা যেখানে শিক্ষার্থীরা তাদের পছন্দের স্কিল কে বাছাই করতে পারবে, সেটাতে এক্সপার্ট হয়ে উঠতে পারবে, এবং নিজের ক্যরিয়ারে তার স্কিল কে কাজে লাগিয়ে তার ক্যারিয়ার কে আরো সুন্দর করে তুলতে পারবে। আমরা চাই এদেশের প্রতিটা শিক্ষার্থীকে যুব শক্তিতে রুপান্তর করতে এবং এদেশের বেকারত্যের হারকে কমিয়ে আনতে।

নিজের স্কিল কে ডেভেলপ করতে, ক্যারিয়ার এ ভালো কিছু করতে এবং পাশাপাশি নতুন এক দক্ষ যুব সমাজ উপহার দিতে আজই যুক্ত হয়ে জান মেক্সমির সাথে ।

কেন মেক্সমি কে আপনার লার্নিং প্লাটফর্ম হিসেবে বেছে নিবেন

হাই কোয়ালিটি কোর্সেস

আমাদের কোর্স গুলু সম্পূর্ণ হাই কোয়ালিটি মাইক এবং স্টুডিও ব্যাবহার করে তৈরি । অন্য সকল প্লাটফর্ম থেকে আমাদের সবচেয়ে বড় পার্থক্য কোর্স কন্টেন্ট এবং কোয়ালিটি । এবং মেক্সমির সবচেয়ে বড় সবসময় উদ্দেশ্য ই হচ্ছে গুণগত এবং হাই কোয়ালিটি কোর্স সবাইকে উপহার দেয়া।

দেশসেরা প্রশিক্ষক

দেশসেরা প্রশিক্ষক এবং স্কিল্লড শিক্ষক দ্বারাই আমাদের কোর্স গুলু তৈরি করা হয়। এবং এর ফলে তাদের সকল এক্সপেরিয়েন্স গুলু থেকে আপনারাও খুব সহজেই ভুল করা থেকে দূরে থাকতে পারবেন এবং খুব সহজেই তারাতারি সফলতা লাভ করতে পারবেন।

ইফেক্টিভ লার্নিং মেথড

আমাদের কোর্স গুলু আমরা সবসময় কয়েকটি ধাপ অনুসরন করে তৈরি করি। প্রতিটা কোর্স এর টপিক গুলু বিভিন্ন মডিউল আকারে সাজানো, এবং প্রতিটা মডিউল এ থাকা লেসন গুলো শুধুমাত্র ভিডিও ক্লাস নিয়েই তৈরি করা হয় না, এর পাশাপাশি রয়েছে রিটেন ডকুমেন্ট, পিডিএফ,মেটারিয়ালস এবং কুইজ। যেকোনো বিষয় কে খুব সহজেই আয়ত্ত করতে আমাদের রয়েছে সাজালো লার্নিং মেথড।

সার্টিফিকেশন

কোর্স শেষ হবার পর আপনার অনুপ্রেরণা দেয়ার জন্য এবং আপনার বিভন্ন জব সেক্টর এ আপনার পোর্টফলিও কে আরো পাওয়ারফুল করতে মেক্সমি আপনাকে দিবে একটি সার্টিফিকেট। এবং সার্টিফিকেট শুধুই আপনাকে অনুপ্রেরণা ই দিবে না, আপনাকে আপনার শিখা স্কিল কে আরো গুরুত্ত এবং সময় দিতে সাহায্য করবে।

Instructor Showcase | LMS

Our Expert Instructors

Learn from industry professionals with years of practical experience

নিজের স্কিল কে ডেভেলপ করতে এবং নিজেকে সবসময় সবার থেকে এগিয়ে রাখতে এখনই ইনরোল করে ফেলো তোমার পছন্দের কোর্সটি