ওয়েবসাইটে অর্গানিক ট্র্যাফিক আনতে প্রস্তুত তো?

ওয়েবসাইটকে পরিণত করুন অর্গানিক ট্র্যাফিক মেশিনে!

দেশসেরা মেন্টর, এডভান্স কারিকুলাম, ক্যারিয়ার গাইডলাইন এবং বেস্ট সাপোর্ট নিয়ে সাজানো আমাদের এই কোর্স

SEO Excellence - Your Path to Freelance Success

আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করুন SEO দক্ষতা
অর্জনের মাধ্যমে

বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ার এবং একটি হ্যান্ডসাম এমাউন্ট ইনকাম করার অন্যতম উপায় হচ্ছে SEO বা  Search Engine Optimization শিখে কাজে লাগানো। প্রতিদিনই নতুন নতুন ব্যবসা তাদের অনলাইন উপস্থিতি শক্তিশালী করতে চাচ্ছে, এবং এই লক্ষ্যে তারা SEO এক্সপার্টদের সহযোগিতা নিচ্ছে। সঠিকভাবে SEO দক্ষতা অর্জন করলে আপনিও হয়ে উঠতে পারেন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একজন চাহিদাসম্পন্ন প্রফেশনাল।

SEO কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ?

SEO হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে নিয়ে আসা সম্ভব হয়। গুগল, বিং বা অন্যান্য সার্চ ইঞ্জিনে মানুষ যখন তাদের প্রয়োজনীয় তথ্য বা পণ্য অনুসন্ধান করে, তখন তারা সাধারণত প্রথম পেজেই থাকে। এখানে যদি একটি ওয়েবসাইট না থাকে, তবে তা ট্রাফিকের বড় একটি অংশ হারায়।
SEO ঠিক সেই সমস্যার সমাধান করে। এটি ওয়েবসাইটকে এমনভাবে অপটিমাইজ করে, যাতে সার্চ ইঞ্জিনের অ্যালগরিদম ওয়েবসাইটটিকে সহজেই খুঁজে পায় এবং শীর্ষে র‍্যাঙ্ক করে।গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনের শীর্ষ স্থানে থাকা মানে হলো ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধি হওয়া, ব্যবসার সেল বেশি হওয়া, ব্র্যান্ডিং এবং কাস্টমার বেজ শক্তিশালী হওয়া। এই কারণেই প্রতিদিন হাজার হাজার ব্যবসা এবং স্টার্টআপগুলো থেকে শুরু করে বড় কর্পোরেট প্রতিষ্ঠান পর্যন্ত সকলেই SEO এর গুরুত্ব বুঝতে পারছে এবং তাদের অনলাইন উপস্থিতি শক্তিশালী করতে দক্ষ SEO এক্সপার্টদের সহযোগিতা নিচ্ছে।

SEO তে Skill অর্জন কেন আপনার পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত?

নিজস্ব ব্লগ বা ওয়েবসাইট এর মাধ্যমে আয়

আপনি SEO শিখে নিজের ব্লগ বা ওয়েবসাইট চালাতে পারেন এবং অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামের মাধ্যমে আয় করতে পারেন।আপনার SEO স্কিল ব্যবহারের মাধ্যমে আপনার ব্লগ বা ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধি করতে পারবেন, যার ফলে অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামের প্রোডাক্ট বা সার্ভিস বিক্রির মাধ্যমে উপার্জন করতে পারবেন।

SEO এজেন্সি তৈরি করে ইনকাম

SEO এর উপর আপনার দক্ষতা যখন পর্যাপ্ত হবে, তখন আপনি নিজের একটি SEO এজেন্সি তৈরি করতে পারেন। এতে আপনি অন্যান্য SEO এক্সপার্টদের সাথে কাজ করতে পারেন এবং বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর SEO সার্ভিস প্রদান করতে পারেন। একটি প্রতিষ্ঠিত SEO এজেন্সি পরিচালনা করলে, আপনি মাসিক বা বার্ষিক ভিত্তিতে স্থিতিশীল আয় পেতে পারেন।

যদি ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়তে চান

ফ্রিল্যান্সিং মার্কেটে SEO একটি অত্যন্ত চাহিদাসম্পন্ন স্কিল। আপনি বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেটপ্লেস যেমন Upwork, Fiverr, Freelancer, Toptal-এ SEO সার্ভিস প্রদান করতে পারেন। এখানে আপনি ওয়েবসাইটের SEO অডিট, অন-পেজ SEO, অফ-পেজ SEO, লিঙ্ক বিল্ডিং, কিওয়ার্ড রিসার্চ, কনটেন্ট অপটিমাইজেশন ইত্যাদি সার্ভিস অফার করতে পারবেন। বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ করে আপনি ভালো ইনকাম করতে পারবেন।এই কোর্সের মাধ্যমে আপনি SEO-এর বেসিক থেকে অ্যাডভান্সড টেকনিক শিখবেন, যা আপনাকে একটি সফল ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে সাহায্য করবে।

ফুলটাইম চাকরি

অনেক কোম্পানি তাদের নিজস্ব SEO টিম তৈরি করছে। আপনি SEO স্পেশালিস্ট হিসেবে একটি ফুলটাইম চাকরি পেতে পারেন। SEO-এর জ্ঞান থাকলে এই ক্ষেত্রে চাহিদা সবসময়ই থাকবে।

নিজের ব্যবসা বা ব্র্যান্ডের গ্রোথ

আপনার যদি একটি ওয়েবসাইট, ই-কমার্স স্টোর, বা ব্লগ থাকে, তাহলে SEO আপনাকে অর্গানিক ট্র্যাফিক বাড়াতে এবং গুগল র‍্যাঙ্কিং উন্নত করতে সহায়তা করবে। এই কোর্সের মাধ্যমে আপনি আপনার ব্যবসাকে ডিজিটাল প্ল্যাটফর্মে আরও সফল করতে পারবেন।

ফ্রীল্যান্স কন্টেন্ট রাইটিং

SEO ফ্রেন্ডলি রাইটিংও বর্তমানে একটি একটি বড় মার্কেট দখল করে আছে। আপনি SEO কন্টেন্ট লেখার মাধ্যমে ইনকাম করতে পারেন। ওয়েবসাইট, ব্লগ, পণ্য বিবরণী, ল্যান্ডিং পেজ ইত্যাদি জন্য SEO ফ্রেন্ডলি কন্টেন্ট লেখা হয়। আপনি যদি ভাল লেখক হন এবং SEO এর প্রাথমিক জ্ঞান থাকে, তবে আপনি এই ধরনের কাজ করতে পারেন।

ওয়েবসাইট SEO সার্ভিস প্যাকেজ

বিভিন্ন বিজনেসের জন্য SEO সার্ভিস প্যাকেজ তৈরি করে সেটি সরাসরি বিক্রি করতে পারেন। এতে আপনি একটি নির্দিষ্ট সময়ের জন্য ওয়েবসাইটের SEO সার্ভিস প্রদান করতে পারেন, যেমন মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে প্যাকেজ অফার করার মাধ্যমে

SEO স্কিল হতে পারে আপনার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট

Hello,
আমি Jahidul Islam Shaon, একজন NSDA Level 4 Certified Digital Marketer এবং গভর্নমেন্ট সার্টিফাইড ট্রেইনার।  আমার ৭ বছরের ক্যারিয়ারের একটি দীর্ঘ সময় ধরে আমি SEO ট্রেইনার হিসেবে যুবকদের জন্য সঠিক দিকে নির্দেশনা দেয়ার চেষ্টা করছি।
এ পর্যন্ত আমি ৩০০ এর অধিক স্টুডেন্টকে SEO প্রশিক্ষণ দিয়েছি, এবং তাদের মধ্যে অনেকেই আজ সফল ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন। এই শিক্ষার্থীরা তাদের দক্ষতা ও জ্ঞান ব্যবহার করে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করেছেন, বিশ্বের বিভিন্ন জায়গার ক্লায়েন্টদের সঙ্গে কাজ করে আয় করছেন এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। 
এটি আমার জন্য গর্বের বিষয় যে, আমি আমার স্টুডেন্টদের জীবনে কিছুটা হলেও পরিবর্তন আনতে সাহায্য করতে পেরেছি, এবং তারা তাদের নিজস্ব পথে এগিয়ে যাচ্ছে। আমার লক্ষ্য শুধুমাত্র তাদের প্রশিক্ষণ দেওয়া নয়, বরং তাদেরকে একটি শক্তিশালী, স্বাধীন ক্যারিয়ারের জন্য প্রস্তুত করা।

শিক্ষক হিসেবে সফলতা সেটাই যখন আমি দেখি আমার কোনো স্টুডেন্ট স্কিল অর্জন করে নিজের আয়ের ব্যবস্থা সৃষ্টি করছে এবং তার পরিবারের দায়িত্ব তার কাধে তুলে নিচ্ছে। 
কিছু জিনিস টাকা দিয়ে আমি কিনতে পারবোনা, যার মধ্যে তাদের মুখের হাসি হলো একটা বিষয়, যা আমি তাদের সফলতার হাসিগুলো থেকেই পেয়ে যাই।
তবে জার্নিটা কারোর জন্যই সহজ নয়।
কঠিন পরিশ্রম, ডেডিকেশন আর সবরের পরই এই গল্পগুলো উঠে আপনাদের সামনে উঠে আসে। হতে পারের পরের গল্পটি আপনার। 

ক্লায়েন্ট

রিভিউ

কেন আমাদের SEO কোর্সটি আপনার জন্য সেরা পছন্দ?

প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ

অনেক কোর্সেই শুধু থিওরি শেখানো হয়। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে আপনাকে সেই জ্ঞান প্রয়োগ করতে শেখানো। রিয়েল-লাইফ কেস স্টাডি এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে আপনি এমন অভিজ্ঞতা পাবেন, যেন নিজের কাজের জগতে যাওয়ার আগে আপনি আগে থেকেই রেজাল্ট সম্পর্কে ধারণা নিয়ে রাখতে পারেন।

প্রোভেন স্ট্র্যাটেজি এবং টেকনিক

আমাদের কোর্সটি এমনভাবে ডিজাইন করা যা বর্তমানে সবচেয়ে কার্যকরী। ডিজিটাল মার্কেটিং দুনিয়া প্রতিনিয়ত পরিবর্তনশীল। আমাদের কোর্সটি সম্পূর্ণ আপডেটেড এবং সর্বশেষ অ্যালগরিদম অনুযায়ী তৈরি। ফলে, আপনি সর্বশেষ টেকনিক এবং কৌশল শিখবেন যা বর্তমানে কাজ করে।

অভিজ্ঞ ও সার্টিফায়েড ট্রেইনার

আপনাদের কোর্স মেন্টর NSDA Level 4 Certified Digital Marketers এবং গুরত্বপূর্ণ সরকারী সার্টিফিকেটপ্রাপ্ত। মেন্টরের রয়েছে অভিজ্ঞতার পাশাপাশি রিয়েল-টাইম SEO স্ট্র্যাটেজি প্রয়োগ করার গভীর জ্ঞান। তাই আপনি শিখার সুযোগ পাবেন ইন্ডাস্ট্রি এক্সপার্ট মেন্টর থেকে ।

SEO এর প্রতিটি দিক সম্পূর্ণ কভারেজ

আমরা SEO এর অফ পেজ, অন পেজ, টেকনিক্যাল SEO, এবং কন্টেন্ট মার্কেটিং সহ সব দিক বিস্তারিতভাবে শেখাই। এতে শিক্ষার্থীরা SEO এর সব অংশে দক্ষতা অর্জন করতে পারবে এবং তাদের দক্ষতা প্রয়োগ করে যেকোনো ধরনের SEO প্রজেক্ট সম্পন্ন করতে সক্ষম হবে।

রিয়েল-লাইফ কেস স্টাডি ও প্রজেক্ট

এই কোর্সে রিয়েল-লাইফ কেস স্টাডি এবং প্রজেক্ট অন্তর্ভুক্ত রয়েছে, যা শিক্ষার্থীদের SEO কে আরও ভালোভাবে বুঝতে এবং বাস্তব পরিস্থিতিতে প্রয়োগ করতে সাহায্য করবে। এতে শিক্ষার্থীরা ক্লায়েন্টের প্রজেক্টে আত্মবিশ্বাসের সাথে কাজ করতে পারবে।

স্টেপ বাই স্টেপ লার্নিং, যা নতুনদের জন্য হেল্পফুল

আপনি যদি একদম নতুন হন, চিন্তার কিছু নেই। আমরা একদম জিরো লেভেল থেকে শুরু করেছি। প্রতিটি টপিক এমনভাবে সাজানো হয়েছে যেন আপনি সহজেই বুঝতে পারেন এবং পরবর্তী এডভান্সড লেভেলে যাওয়ার প্রস্তুতি নিতে পারেন।

একটি সাপোর্টিভ প্রাইভেট কমিউনিটি

কোর্সে আপনি যুক্ত হবেন একটি প্রাইভেট কমিউনিটি সাপোর্ট গ্রুপে যেখানে আপনি মেন্টর এবং অন্যান্য স্টুডেন্ট থেকে হেল্প নিতে পারবেন।

ফ্রিল্যান্সারদের জন্য স্পেশাল মডিউল

যারা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ করছেন বা শুরু করতে চান, তাদের জন্য রয়েছে বিশেষ মডিউল। কোর্সে থাকছে Fiverr এবং Upwork এ আপনি কিভাবে আপনার SEO সার্ভিস সেল করে ইনকাম করবেন তার উপর ক্লাস।

লাইফটাইম কোর্স অ্যাক্সেস

কোর্সের আপনি লাইফটাইম অ্যাক্সেস পাবেন। প্রয়োজনে আপনার অভিজ্ঞ মেন্টর থেকে পরামর্শ নিতে পারবেন, যাতে আপনি কোনো সমস্যার সম্মুখীন হলে দ্রুত সমাধান পেতে পারেন।

প্রতিনিয়িত আপডেটেড কন্টেন্ট

SEO ইন্ডাস্ট্রিতে যদি কোনো আপডেট আসে তাহলে সেই অনুযায়ী আপডেটেড কোর্স কন্টেন্টে যুক্ত হয়ে যাবে আপনার লেসনে এবং এজন্য আপনার অতিরিক্ত কোনো পেমেন্ট করার প্রয়োজন নেই।

শুধু উপর থেকে সব আছে বলে গেলেই হবেনা!

 কোর্স করবার আগে প্রশ্ন করুন কারিকুলাম নিয়ে

একটি কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয়ই হলো তার কারিকুলাম, তবে এটা সত্য অনেকেই তাদের কোর্সে শিক্ষার্থীদের ভর্তি করাবার আগে না দিয়ে থাকে প্রপার কারিকুলাম, না দিয়ে থাকি প্রপার টপিক বেইজড আউটলাইন, না দিয়ে থাকে টপিক লিস্ট। তবে তারা আশ্বাস দিয়ে থাকে সবকিছু একদম বেসিক টু এডভান্স শিখাবে, যেটি আমি বা কেউ ই চাইলেও কখনো এক কোর্সে পারবোনা। একজন শিক্ষার্থী হিসেবে এটি আপনার অধিকার আপনি যেই কোর্সের জন্য পেমেন্ট করছেন, তার কারিকুলাম এবং টাইমলাইন জেনে নেয়া। 

What is SEO

SEO Tools

How to Create a Free Website for Practice

WordPress Basics for SEO

What is Keyword Research?

Why Use Paid Tools for Client Keyword Research?

Keyword Research Using SEMrush

Competitor Keyword Spy

KGR Keyword Research

Keyword Research for Local Websites

What is a Content Audit?

What is On-Page SEO

How to Optimize Pages Using Rank Math

How to Optimize Posts Using Rank Math

On-Page SEO Best Practices

What is Technical SEO?

Google Search Console Setup

Google Analytics Setup

Crawling and Indexing

Robots.txt

Sitemap

Open Graph

Fixing Broken Links

Breadcrumbs

Schema Markup

URL Canonicalization

Website Speed Optimization

Technical SEO Checklist

What is Off-Page SEO?

SEO Link Building Basics

Link Building Planning

Anchor Text Planning

Link Prospecting

Guest Post Backlinks

Link Insert Backlinks

Profile Backlinks

Web 2.0 Backlinks

Backlink Strategy for Higher Rankings

What is Local SEO?

Google Business Profile Optimization

Citation Building and Management

How to Price SEO Services

Fiverr for SEO Services

How to Create a Fiverr Account

How to Create and Optimize a Gig for Fiverr

Upwork for SEO Freelancers

How to Apply for Jobs on Upwork

How to Create and Optimize a Project for Upwork

Introduction to Social Media Outreach

How to Use LinkedIn for Client Outreach

How to Use Google Map for Client Outreach

Facebook & Instagram for Finding Clients

Bonus tips: How to download unique pngs?


How to download unique Fonts?


How to download unique Template for free?


Introducing some tools and websites that will make your
video editing 10x faster.

পূর্ববর্তী ওয়ার্কশপের ভিডিও

Advance 3D Camera Effects & Industry Experts Style Recreation

30

October

Join the workshop before its too late

Workshop Time: Online 09 : 00 PM

সাথে সার্টিফিকেট তো থাকছেই

আপনার জন্য অপেক্ষা করছে

সুন্দর একটি সার্টিফিকেট

সার্টিফিকেটের প্রয়োজনীয়তা যারা চাকরি পেতে বা করতে ইচ্ছুক তারা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারে। আর যদি আপনি কোর্স শেষে আপনার মেন্টরের সিগনেচার সহ একটি সার্টিফিকেট নিয়ে কোনো জবে এপ্লাই করেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাকিদের থেকে দেয়া হবে বেশি প্রায়োরিটি। তবে দিনশেষে স্কিলের মুল্য সারটিফিকেট থেকেও বেশি। 

 আপনার প্রয়োজন শুধু সঠিক গাইডলাইন

এখন সময় আপনার!

চলুন এক নজরে দেখে নেই SEO Excellence  কোর্সে আপনার জার্নিটা কেমন হবে?

✍️ শুরুটা হবে একদম স্ক্রাচ থেকে

আপনি শিখবেন SEO এর একদম বেসিক  ধারণা থেকে এডভান্সড সকলকিছু। যেমন সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে এবং কীভাবে এটি আপনার ওয়েবসাইটকে র‍্যাঙ্ক করতে সাহায্য করে এ সকলকিছুর বিস্তারিত।

🔨 Build a Free Website

SEO প্র্যাক্টিস করার জন্য কিভাবে একটি Free Website তৈরি করবেন এবং কিভাবে ওয়েবসাইটটি ম্যানেজ করবেন তা জানবেন এই কোর্সে। 

🔍 Keyword Research and Content Strategy

Keyword Research এবং Content Strategy এর বিস্তারিত জানবেন এ কোর্সে। শিখবেন সঠিক কিওয়ার্ড নির্বাচন, ব্যবহার, এবং কনটেন্ট অপটিমাইজেশনের টিপস এবং ট্রিকস।

🖥️ On Page Optimization

On Page Optimization যেমন ওয়েবপেজের টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইউআরএল স্ট্রাকচার, কিভাবে Rank Math প্লাগিন ব্যবহার করে ওয়েবসাইটের On Page SEO ইমপ্রুভ করবেন এবং ইমেজ অপটিমাইজেশনের সঠিক পদ্ধতি জানবেন এ কোর্সে। 

⚙️ Technical SEO

Technical SEO এর গুরুতপূর্ণ সকল দিক যেমন ওয়েবসাইটের লোডিং স্পিড বৃদ্ধি, মোবাইল-ফ্রেন্ডলি অপটিমাইজেশন, এবং সাইটম্যাপ তৈরির কৌশল জানতে পারবেন।

🔗 Off Page Optimization and এবং  Link Building Strategy

Off Page Optimization এবং  Link Building Strategy যেমন ব্যাকলিঙ্ক তৈরি, গেস্ট পোস্টিং, এবং সোশ্যাল সিগনাল বাড়ানোর কার্যকর সকল পদ্ধতি শিখবেন এ কোর্সে।

🏙️ Local SEO 

Local SEO এর বিস্তারিত, গুগল মাই বিজনেস অপটিমাইজেশন এবং লোকাল কাস্টমার টার্গেট করার কৌশলগুলো জানবো এই কোর্সে।

📈 Google Analytics and Search Console

Google Analytics এবং Search Console ব্যবহারের দক্ষতা অর্জন করব এই কোর্সে। এবং জানব এগুলো দিয়ে কিভাবে ওয়েবসাইটের পারফরমেন্স চেক করতে হয় এবং যাবতীয় সমস্যা সমাধান করতে হয়।

💰 SEO সার্ভিসের প্রাইসিং এবং পেমেন্ট স্ট্রাটেজি

কিভাবে মার্কেট ডিমান্ড এবং ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনি আপনার SEO সার্ভিসের জন্য প্রাইসিং সেট করবেন এবং পেমেন্ট নিবেন তার খুঁটিনাটি জানব এই কোর্সে।

🏆 Fiverr-এ সফলতার পথ

Fiverr এ  কিভাবে একাউন্ট খুলবেন ,কিভাবে গিগ পাবলিশ করবেন এবং আপনার সার্ভিস অফার করবেন এবং আপনার Fiverr প্রোফাইল অপ্টিমাইজ করবেন তা জানব এই কোর্সে।

🤝 Upwork-এ সাক্সেসফুল SEO ফ্রিল্যান্সার হওয়ার উপায়

Upwork এ একজন সাক্সেসফুল SEO ফ্রিল্যান্সার হিসেবে কিভাবে কাজ করবেন, কিভাবে SEO জব গুলোতে এপ্লাই করবেন এবং আপনার Upwork প্রোফাইল কিভাবে অপ্টিমাইজ করবেন যেন ক্লায়েন্টের নজরে আসেন তা জানব এই কোর্সে। 

🎯 আউট অব মার্কেটপ্লেস ক্লায়েন্ট হান্টিং কৌশল

শুধুমাত্র মার্কেটপ্লেস নির্ভর না থেকে কিভাবে আউট অব মার্কেটপ্লেস যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, গুগুল ম্যাপস ইত্যাদি থেকে কিভাবে আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট খুঁজে বের করবেন তার টিপস এবং ট্রিকস গুলো জানব এই কোর্সে।

🏃‍♂️ শর্টকাট মেথড দিয়ে কাজের সময় কমানো

আমরা আরো টিপস শিখব যেমন কিভাবে কিছু শর্টকাট মেথড ব্যবহার করে আমাদের কাজের লম্বা সময়কে কমিয়ে আনা যায় । 

🕒 সময়ের সাথে আপডেট

এখানেই কিন্তু শেষ নয়। প্রতিনিয়ত SEO তে  যা আপডেট আসবে তার সব লেসনই যুক্ত হবে আপনাদের কোর্স মডিউলে। তাই, শেখাটা কিন্তু আমাদের এখানেই শেষ হচ্ছে না। আমরা জানতে থাকব প্রতিনিয়িত।

কোর্স ভেল্যু - ২৫,০০০৳+

নতুন বছরের অফারে ২৫% ডিস্কাউন্টে

কোর্স মূল্য মাত্র : ৳২২৫০ ( ৳৩০০০)

তবে Early Bird অফারে 4 নভেম্বর মধ্যে এনরোল করলে আপনি উপহার হিসেবে পাচ্ছেন,

✅ ভিডিও এডিটিং এর উপর ডেডিকেটেড, প্রিমিয়াম একটি পোর্টফোলিও ওয়েবসাইট এবং কিভাবে আপনি পোর্টফোলিও ওয়েবসাইটে আপনার প্রজেক্ট আপলোড করবেন এবং ওয়েবসাইটি ম্যানেজ ও কাস্টোমাইজ করবেন এগুলোর উপর ক্লাস।
✅ থাম্বনিল ডিজাইন ক্লাস।
✅ কোর্সে দক্ষতা দেখাতে পারলে ইন্সট্রাকটরের পক্ষ থেকে ক্লায়েন্ট রেফারের সুযোগ।
✅ Envato Elements এর প্রিমিয়াম Assets.
✅ আমাদের আপকামিং সকল কোর্সে ১০% ডিসকাউন্ট

Frequently Asked Questions…

এই কোর্সটি এমন ব্যক্তিদের জন্য ডিজাইন করা হয়েছে যারা SEO শিখে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে চান বা এজেন্সি দাঁড় করাতে চান, নিজের ব্যবসার জন্য অর্গানিক ট্র্যাফিক বাড়াতে চান অথবা SEO নিয়ে কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই শেখার যাত্রা শুরু করতে চান।

আপনার শেখার গতি এবং টাইম ইনভেসমেন্ট এর ওপর নির্ভর করে এটি ৬ থেকে ৮ সপ্তাহে সম্পন্ন করা সম্ভব। তবে লাইফটাইম অ্যাক্সেসের সুবিধা থাকায় আপনি নিজের সুবিধামতো সময়ে শিখতে পারবেন।

না। এই কোর্সটি সম্পূর্ণ বিগিনার-ফ্রেন্ডলি। আপনি শূন্য থেকে SEO শিখে প্রফেশনাল লেভেলে পৌঁছাতে পারবেন।

কোর্সে জয়েন হলে আপনি যুক্ত হবেন আমাদের প্রাইভেট সাপোর্ট গ্রুপে (Facebook/WhatsApp)। যেখানে আপনি মেন্টর এবং অন্যান্য ব্যাচমেট থেকে হেল্প নিতে পারবেন।

আপনি বিকাশ, রকেট, নগদ, অথবা আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়েগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

হ্যাঁ, সফলভাবে কোর্স সম্পন্ন করার পর আপনি একটি প্রফেশনাল সার্টিফিকেট পাবেন যা আপনার স্কিলসেট প্রদর্শনে সাহায্য করবে।

সিট সংখ্যা শেষ হওয়ার আগে এনরোল করুন

Billing details

Shipping

Your order

Product Subtotal
SEO Excellence  × 1 2,250.00৳ 
Subtotal 2,250.00৳ 
Shipping
Total 2,250.00৳ 
  • Pay securely by Credit/Debit card, Internet banking or Mobile banking through SSLCommerz.

Your personal data will be used to process your order, support your experience throughout this website, and for other purposes described in our Privacy policy.