Your personal data will be used to process your order, support your experience throughout this website, and for other purposes described in our privacy policy.
Terms and Conditions
মিক্সিমি – Mexemy তে আপনাকে স্বাগতম।আমরা ধরেই নিচ্ছি যে আপনি এই ওয়েবসাইটের সকল টার্মস এবং কন্ডিশনস গুলো মেনে ওয়েবসাইটটি ব্যবহার করছেন অথবা করতে চাচ্ছেন। এখানে আমি, আমরা বলতে সম্পূর্ণ মিক্সিমি – Mexemy কর্তৃপক্ষ কে নির্দেশ করে।
একাউন্ট/প্রোফাইল সংক্রান্ত:
1। আপনার অ্যাকাউন্ট ক্রিডেনশিয়ালস (ইউজারনেম এবং পাসওয়ার্ড) গুলো আপনার একান্তই ব্যক্তিগত। এগুলো অন্য কোনো ব্যাক্তি/মাধ্যমের সাথে শেয়ার করা কোনভাবেই কাম্য নয়। যদি করা হয় তাহলে ব্যাবহারকারীর অ্যাকাউন্ট যেকোনো সময় বিনা নোটিশে টার্মিনেট করা হতে পারে এবং সেক্ষেত্রে আপনি আর সেই অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন না।
পেমেন্ট সংক্রান্তঃ
1। মিক্সিমি তাদের কোর্স বা সেবা প্রদানের জন্য আর্থিক লেনদেন এর জন্য SSLCOMMERZ – Payment gateway ব্যাবহার করে।
2। কোর্স বা সেবা ক্রয় সংক্রান্ত যে সকল মাধ্যম SSLCOMMERZ গ্রহন করে সেসকল মাধ্যমেই কোর্স বা সেবা গ্রহন করতে পারবেন অন্য কোন মাধ্যম গ্রহণযোগ্য নয়।
রিফান্ড পলিসিঃ
রিফান্ড পলিসি আমাদের সকল ব্যাবহারকারীর জন্য সমান বলে গণ্য হয়। সে ক্ষেত্রে আপনাকে আমাদের রিফান্ড পলিসি সম্পর্কে বিস্তারিত জেনে আবেদন করতে মিক্সিমি নির্দেশ করে।
আমাদের রিফান্ড পলিসি পড়ুন।
কপিরাইট:
1। মিক্সিমি কর্তৃপক্ষ লিখিত অনুমতি ছাড়া কোন প্রকার কোর্স বা সেবা ম্যাটেরিয়ালস ডিস্ট্রিবিউশন সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং এটি সম্পূর্ণ আইনত দন্ডনীয় অপরাধ। যদি তা করে থাকেন তাহলে সামগ্রিক ভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এ ব্যাপারে আপনি সতর্ক থাকবেন বলে আমরা বিশ্বাস করি।
2। মিক্সিমি এর সকল কোর্স বা সেবা এর একান্তই মিক্সিমি এর সম্পদ, যা বিভিন্ন ব্যাবহার কারীকে অর্থের বিনিময়ে শিক্ষা দান বা সেবা প্রদান করে থাকে। সে ক্ষেত্রে কোর্স বা সেবা নিয়ে তার ব্যাবহার সংক্রান্ত সকল সিদ্ধান্ত কর্তৃপক্ষ এর রয়েছে।
3। মিক্সিমি – এর সকল কোর্স, সেবা কিংবা পরিষেবা সম্পর্কিত যেকোনো ভিডিও, টেক্সট বা কনটেন্ট মিক্সিমি কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া অন্য কারও সাথে অর্থের বিনিময়ে বা বিনামূল্যে আদান-প্রদান করা আইনত দন্ডনীয় অপরাধ। অনলাইন, অফলাইন বা অন্য কোন মাধ্যমে কোর্স কিংবা সেবা আদান-প্রদান করলে মিক্সিমি কর্তৃপক্ষ বা আইনানুগত প্রতিনিধি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর কপিরাইট আইন, কপিরাইট এক্ট ২০০০, কপিরাইট এক্ট ২০০৫ সংশোধন: সেকশন ৮৪, ডিজিটাল কপিরাইট আইন, Digital Security Act, 2018, Digital Security Act, 2018 (সেকশন ১৯) এবং সাইবার সিকিউরিটি বা উপযুক্ত আইন অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।
পাইরেসি সংক্রান্তঃ
মিক্সিমি সম্পূর্ণ ভাবে পাইরেসি এর বিপরীতে অবস্থান করে। আমাদের এই ওয়েবসাইট এর সকল কোর্স, কন্টেন্ট বা সেবা গ্রহনের মাধ্যমে আপনি এটি সম্মতি দিচ্ছেন যে আপনি কোন প্রকার পাইরেসি করবেন না এবং পাইরেসি সংক্রান্ত কোন কার্যকলাপ এর সাথে থাকবে না বা সহযোগিতা করবেন না। যদি তা করে থাকেণ তাহলে কর্তৃপক্ষ আপনাকে অণুচ্ছেদ কপিরাইট এর আওতায় যথাযথ আইনানুগত বেবস্থা গ্রহন করার অধিকার রাখে।
শর্তাবলী পরিবর্তনঃ
আপনি যখন আমাদের সেবা গ্রহন করছে তখন ধরে নেয়া হয়েছে যে আপনি আমাদের সকল টার্মস এবং কন্ডিশন মেনে নিয়েছেন। টার্মস এবং কন্ডিশনসের ব্যাপারে মিক্সিমি এর সিদ্ধান্তই চূড়ান্ত যা ব্যাবহারকারী মানতে বাধ্য এবং যেকোনো সময় তা পরিবর্তন, পরিমার্জন বা সংশোধন এর ক্ষমতা কর্তৃপক্ষের রয়েছে।
উপরোক্ত সকল শর্তাবলী বহির্ভূত কোন কার্যকলাপ করে থাকলে, মিক্সিমির যেকোনো সিদ্ধান্ত চূড়ান্ত এবং তা ব্যাবহারকারী মানতে বাধ্য সে ক্ষেত্রে কোন কোন অভিযোগ গ্রহণযোগ্য নয়।
আমাদের এফিলিয়েট রুলস এবং পলিসি
যোগ্যতা
– আগ্রহী সকল ব্যাক্তি এফিলিয়েট প্রোগ্রামের জন্য এলিজিবল
– একটি আসল ফেসবুক আইডি থাকতে হবে
– আমাদের প্লাটফর্ম সম্পর্কে ভালো ধারণা ও তথ্য থাকতে হবে
রেজিস্ট্রেশন
– এফিলিয়েটদের অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে
– রেজিস্ট্রেশন ফর্মে সকল তথ্য সঠিক দিতে হবে
– যাদের ইতমধ্যে আমাদের ওয়েবসাইটে একাউন্ট রয়েছে, তাদের নতুন করে তথ্য দিতে হবেনা, তারা শুধু রেজিস্টার পেইজে গিয়ে এফিলিয়েট রেজিস্টার বাটনে ক্লিক করলেই হবে
– রেজিস্ট্রেশন ফর্মে অবশ্যই আপনি কীভাবে আমাদের কোর্সগুলো প্রমোট করবেন সেটি বর্ণনা করতে হবে
– রেজিস্ট্রেশন ফর্মে এপ্লাই করার পর আপনার ফর্মটি আমাদের টিম দ্বারা রিভিউ করা হবে এবং সকল তথ্য এবং বর্ণনা সঠিক এবং যোগ্য হলে আমাদের এফিলিয়েট টিমে আপনাকে জয়েন করিয়ে দেয়া হবে
প্রমোশন
– একজন এফিলিয়েটকে অবশ্যই ইথিকালভাবে আমাদের এফিলিয়েট লিঙ্কগুলো প্রমোট করতে হবে, এবং আমাদের দেয়া মার্কেটিং উপায়গুলোর বাহিরে অন্য কোনো উপায়ে লিংক প্রমোট করলে তাকে বহিষ্কার করে দেয়া হবে।
– প্রমোশনের জন্য কোনো ভুল তথ্য এবং অবৈধ উপায় অবলম্বন করা যাবেনা
কমিশন স্ট্রাকচার
– প্রতিটি সেলের জন্য একজন এফিলিয়েট সেই সেলের 15% কমিশন পাবেন। উদাহরন হিসেবে একজন এফিলিয়েট 100 টাকা মূল্যের কোনো পণ্য বিক্রি করলে, সে সেখানে 15 টাকা কমিশন পাবেন।
– যদি কোনো এফিলিয়েট সপ্তাহে 20 টির বেশি সেল জেনারেট করতে পারে তাহলে সে পাবে ওই সপ্তাহে আরো 5% এক্সট্রা কমিশন। এবং 40 টি আনতে পারলে এক্সট্রা 10%, 50 টি আনতে পারলে এক্সট্রা 15% কমিশন প্রদান করা হবে বোনাস হিসেবে। ( এই রুলস কোনো ইনফ্লুয়েন্সার মার্কেটার এবং ইন্সট্রাক্টরের জন্য প্রযোজ্য নয়)
– যখন কোনো প্রোডাক্টের মূল্য অফার বা কুপনের কারণে কমে যাবে, তখন সেই বিক্রিত মূল্যের 15% এফিলিয়েট কমিশন পাবেন।
টাকা প্রদান
– প্রতিটি এফিলিয়েট তার কমিশন পরবর্তী মাসের প্রশ্ন সপ্তাহে পাবেন।
-যেসব কোর্স ব্যাচ আকারে লঞ্চ হবে, সেই সব কোর্সের ব্যাচ শুরু হবার পর একজন এফিলিয়েট তার কমিশন বের করতে পারবেন
– কোনো কারনে কোনো বিক্রি করা পন্য কোম্পানী রিফান্ড করলে, সেটি এফিলিয়েট একাউন্ট থেকে মুছে যাবে এবং সেই কমিশনটি বাতিল হয়ে যাবে।
– রিফান্ডের ক্ষেত্রে নরমাল রেকর্ডেড কোর্সগুলোর গ্রেস পিরিয়ড ৩ দিন এবং ব্যাচ কোর্স গুলোর গ্রেস পিরিয়ড 1-1.5 মাস (ব্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত) । এবং এই গ্রেস পিরিয়ড শেষ হবার আগে কোনো কমিশন বের করা যাবেনা। গ্রেস পিরিয়ড বলতে এখানে মিক্সিমির রিফান্ড এলিজিবল পিরিয়ড বুঝানো হয়েছে। বিস্তারিত জানতে আমাদের রিফান্ড পলিসি পেইজ ভিজিট করুন
– একজন এফিলিয়েটকে মিনিমাম ৫০০ টাকা আর্ন করতে হবে কমিশন বের করার জন্য বা উত্তোলন করার জন্য।
লিংক ট্রেক এবং রিপোর্ট
– মিক্সিমির অফিসিয়াল এফিলিয়েট পেইজে একজন এফিলিয়েট সকল অপশন পেয়ে যাবেন তার পণ্য প্রমোশন বা মার্কেটিং করার জন্য। এফিলিয়েট পেইজের ব্যবহার এবং এর নিয়মাবলী দেখতে এই ভিডিউটি দেখে আসতে পারেন
– কোনো এফিলিয়েট লিংক ব্যবহার করে যখন একজন কাস্টোমার পণ্য কিনবে, তখনই সেই লিংক প্রভাইড করা এফিলিয়েট তার বিক্রয় মূল্যের 15% কমিশন পাবে। এবং কোনো এফিলিয়েট লিংকের কুকি ভেলিডেশন ৩০ দিন। সুতরাং ওই লিংক ব্যবহার করে ৩০ দিনের ভেতর যখন কোনো কাস্টোমার কোনো পন্য কিনবে, এবং সেই ব্রাউজার ব্যবহার করে কিনবে যেখানে সেই কুকি রয়েছে, তখনই সেটি ওয়েবসাইট ট্রেক করতে পারবে এবং কমিশন জেনারেট করবে।
বহিষ্কার
– যদি কোনো ব্যাক্তি বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে, ফেসবুকে বিভিন্ন মিথ্যা প্রচার বা স্পেম কমেন্টে গিয়ে, এবং ভুল জায়গায় এফিলিয়েট লিংক প্রমোট করে, তাহলে তার একাউন্ট এবং তার সকল এক্সেস ওয়েবসাইট থেকে মুছে দেয়া হবে এবং তার আরনিং রিফান্ড করা হবে।
– ৩০ দিনের বেশি ইনেক্টিভ কোনো এফিলিয়েটকে মিক্সিমি চাইলে রিমুভ করে দিতে পারবে।
পলিসি পরিবর্তন
– মিক্সিমি যেকোনো সময় চাইলে তাদের রুলসের পরিবর্তন আনতে পারবে, এবং সেটি সকলকে জানিয়ে দেয়া হবে